ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন (বাবু)।

বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনটির পৃষ্টপোষক তারেক রহমানের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেন  ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড.

এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

কমিটিতে আছেন- সহ-সভাপতি অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান), অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম, অধ্যাপক ড. জিএম শফিউর রহমান, অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান (হীরা), অধ্যাপক ড. মো. গোলাম আরিফ, অধ্যাপক মো. আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল)।

অন্যদের মাঝে আরো আছেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন), সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম (রিপন), প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক, অধ্যাপক ড. মো. নূরুজ্জামান হক।

সদস্য নির্বাচিত হয়েছেন, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক, অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. ফারজানা আশরাফী নীলা, অধ্যাপক ড. আওরঙ্গজীব আব্দুর রাহমান, অধ্যাপক ড. মো. হাসনাত কবীর, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক মুহাম্মদ মশিহুর রহমান (দুলাল)।

সদস্যদের মাঝে আরো আছেন, অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক ড. আখতার বানু (আলপনা), অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ, অধ্যাপক ড. মো. নুরুল আলম, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মজিবর রহমান, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আসাদুল হক, অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক জোয়াদ্দার, অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম (পিটার), অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগম, অধ্যাপক ড. এ. নাঈম ফারুকী (লুথার), অধ্যাপক ড. সুমাইয়া আবেদীন ও স্বপ্নীল রহমান।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে চার নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল কারখানায় (মঞ্জু টেক্সটাইল) এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মে দিবসের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ। এ জন্য লাইনে গ্যাসের উচ্চ চাপ সৃষ্টি হয়ে মিটারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ধরে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন ও স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় দগ্ধ আবদুল হান্নান (৫০), কবির হোসেন (৪৫) ও সাইফুল ইসলামকে (২৫) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ অন্যজনের নাম জানা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ পুড়ে গেছে। তাঁদের শ্বাসনালি পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতের ডিউটি (দায়িত্ব) শেষে সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর তিতাস গ্যাস সংযোগের আরএমএস কক্ষে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। তখনই চারজন দগ্ধ হন। পরে কারখানার লোকজন ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ দাবি করে কারখানার মালিক মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, ঘটনার পর আপাতত কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের সব চিকিৎসার ব্যয় কারখানা থেকে বহন করা হবে। তাঁদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ