নোয়াখালীর কবিরহাটে কলেজ ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।

গত শুক্রবার (৭ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের রায় বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সঞ্জয় রায় (২৫) ও তার পরিবারের সদস্যরা পলাতক। 

আরো পড়ুন:

ফরিদপুরে চাঁদা না পেয়ে গৃহবধূকে মারধর, মামলা

নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩

আহত বাবার নাম মিজানুর রহমান মিজান (৫৫)। তার মাথায় অপারেশন করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মিজান পেশায় ব্যবসায়ী। 

রোববার (৯ মার্চ) আহত মিজানের ছোট ভাই ফরিদ অভিযোগ করে বলেন, ‍“উপজেলার কবিরহাট বাজারে তার বড় ভাইয়ের একটি ইলেকট্রিক দোকান রয়েছে। তিনি ব্যবসার পাশাপাশি ইলেকট্রনিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে মাইনুর আক্তার মিম (২২) নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। গত ১৫-২০ দিন আগে বিকেলে মিম আমাদের পুরান বাড়ি থেকে নতুন বাড়ি যাচ্ছিল। পথে সঞ্জয় তার গতিরোধ করে এবং টানাটানি শুরু করে। মিম তখন ভয়ে কাউকে কিছু জানায়নি। ওইদিন থেকে সঞ্জয় নানাভাবে মিমকে উত্যক্ত করতে থাকে।”

তিনি বলেন, “মিমের কাছে পাত্তা না পেয়ে সঞ্জয় মিমের চাচাতো বোনকে উত্যক্ত শুরু করে। গত বৃহস্পতিবার ৬ মার্চ রাতে মেয়েটির শয়ন কক্ষের জানালার সামনে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলে জানালায় ধাক্কা দেয় সঞ্জয়। এসময় মেয়েটির দাদি ঘরের বাইরে আসলে সঞ্জয় দৌঁড়ে পালিয়ে যায়।” 

তিনি আরো বলেন, “মেয়েদের ইভটিজিংয়ের করায় গত শুক্রবার রাত ১১টার দিকে আমার বড় ভাই মিজান সঞ্জয় রায়ের ঘরের সামনে যান এবং অপকর্মের বিষয়গুলো তার বাবাকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে কুড়াল এনে সঞ্জয় আমার বড় ভাইকে কোপাতে শুরু করে। কুড়ালের কোপে ভাই মাথায় গুরত্বর আঘাত পান। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে আমার ওপরও হামলা চালানো হয়। চিৎকার শুনে এগিয়ে গেলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুবও হামলার শিকার হন। বর্তমানে আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” 

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত সঞ্চয় ও তার বাবাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।  

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.

মঞ্জুর আহমদ বলেন, “এ রকম একটা ঘটনার খবর আমরা পেয়েছি। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”    

ঢাকা/সুজন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ

এছাড়াও পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেখানেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব- সমর্থকদের বিক্ষোভ

বিএনপির ঘোষিত আসনভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের তাদের প্রার্থী এম এ কাইয়ুম। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ভরসা। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মো. মমিনুল হককে। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের দলের আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে, আপনাদের জানানো হবে।”

এর আগে রবিবার (৩ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। ঢাকা থেকেই আমি দাঁড়াব। আর কে কোন আসনে দাঁড়াবেন, আমরা প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।”

অবশ্য বিএনপি ও এনসিপি চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত যে কোনো আসনে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছে। 

ঢাকা/রায়হান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ