বাড্ডায় ‘সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বের জেরে’ আহত তরুণের মৃত্যু, গ্রেপ্তার ৩
Published: 13th, March 2025 GMT
রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে আহত তরুণ মো. তানভীর (২২) আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ ও নিহত তানভীরের পরিবারের সদস্যরা বলেছেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে তানভীরকে ছুরিকাঘাত করা হয়েছিল। তানভীর ছিলেন জুনিয়র গ্রুপের সদস্য। ওই ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তানভীরকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর বাবা সাহাদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সপরিবার বাড্ডা কবরস্থান এলাকায় থাকেন। তানভীর তাঁদের সঙ্গেই থাকতেন। গতকাল রাতে তানভীর কর্মস্থল থেকে বাসায় ফেরেন। রাত সাড়ে ৯টার দিকে আবার বাইরে বের হন। বাসার কাছে স্থানীয় সিনিয়র গ্রুপের ছয়-সাতজন সদস্য পূর্বশত্রুতার জেরে তানভীরের পিঠে এলোপাতাড়ি ছুরি মেরে তার কাছ থেকে মুঠোফোন ও মাসিক বেতনের ১০ হাজার টাকা নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যান। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.
আজ সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে তানভীরের বাবা সাহাদুল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাসানুর রহমান বলেন, মামলা হওয়ার পর গতকাল রাতেই বাড্ডার কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত শাওন, হাবিব ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক
ছবি: সংগৃহীত