মাগুরার সেই শিশুর স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জনসম্মুখে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ‘ধর্ষণ প্রতিরোধী ছাত্রসমাজ, কুমিল্লা’র ব্যানারে আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে মোমবাতি প্রজ্বালন করেন তাঁরা। পরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে কুমিল্লা নগর ও জেলার বিভিন্ন স্কুল–কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশের আগে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন করে শিশুটিকে স্মরণ করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসি দ্রুত নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকেই সবচেয়ে বেশি সোচ্চার ও সচেষ্ট হতে হবে।

আরও পড়ুনমাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না৯ ঘণ্টা আগে

ধর্ষণবিরোধী ছাত্রসমাজের পক্ষে মাকসুদা সুলতানা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কুমিল্লার পূবালী চত্বরের পূবালী ব্যাংকের সিঁড়িতে দাঁড়িয়ে গভীর শোক ও ন্যায়বিচারের দাবিতে একত্র হয়েছি। মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, তা দেশের প্রতিটি মানুষ জানে। সে আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার প্রতি হওয়া অবিচার আমরা ভুলিনি এবং ভুলব না। শুধু মাগুরার শিশুটি নয়, বিগত সময়ে বাংলাদেশে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে এখন পর্যন্ত কোনো একটি ঘটনার বিচারের দৃষ্টান্তও স্থাপিত হয়নি। আমরা দল-মতনির্বিশেষে সবাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই।’

আরও পড়ুনমাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন১ ঘণ্টা আগে

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ইম্পা ফারহা বলেন, ‘এই সরকার আমাদের সরকার। আমরা মনে করি, এই সরকার আমাদের কথা শুনবে। আমাদের বার্তা এ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবে। আমরা আশা করি, এই ধর্ষকদের বিচার বাংলার বুকে অবশ্যই হবে। যদি এই সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যর্থ হয়, আমরা তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলব।’

আরও পড়ুনধর্ষকের বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র ম মব ত সরক র

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ