নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয় করায় থানায় অভিযোগ দেন মেয়েটির বাবা। এ ঘটনায় মেয়েটির বাবাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শুভ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে ঘটনাটি ঘটে। 

আহত রতন আলী (৩৭) একই গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের যুবক শুভর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।  

আরো পড়ুন:

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

তরুণীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ২ জনকে গুলি 

স্কুলছাত্রীর মা বুলবুলি খাতুন বলেন, ‍“গত কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার সময় শুভ আমার মেয়েকে ইভটিজিং করছে। সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।”

তিনি আরো বলেন, “বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরছিলেন আমার স্বামী। এসময় শুভসহ তার লোকজন হামলা চালিয়ে আমার স্বামীর মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা অভিযোগ দায়ের না করার জন্য হুমকি দিচ্ছে শুভর পরিবার।”

অভিযোগের বিষয়ে জানতে শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

লালপুর থানার ওসি মো.

নাজমুল হক বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ইভট জ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ