দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
Published: 14th, March 2025 GMT
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমপন্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে।
নিহতের পরিবার জানায়, কামরুল গত ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায়। ব্লুমপন্ডি শহরে তিনি নিজ মালিকানার একটি দোকান চালান। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী ডাকাত দল দোকানে ঢুকে তাঁকে জিম্মি করে মালপত্র লুট করে। ডাকাতরা যাওয়ার সময় কামরুলকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই শহরে থাকা কামরুলের খালাতো ভাই মো.
এদিকে সরেজমিন কামরুলের বাড়ি গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন মা, ভাই, বোন ও স্বজন। ছেলের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
নিহতের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয়। অচিরেই দেশে এসে বিয়ে করার কথা ছিল কামরুলের। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে লাশ দেশে আসবে আশা করি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’