দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার  দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমপন্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে। 

নিহতের পরিবার জানায়, কামরুল গত ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায়। ব্লুমপন্ডি শহরে তিনি নিজ মালিকানার একটি দোকান চালান। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী ডাকাত দল দোকানে ঢুকে তাঁকে জিম্মি করে মালপত্র লুট করে। ডাকাতরা যাওয়ার সময় কামরুলকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই শহরে থাকা কামরুলের খালাতো ভাই মো.

মামুন শুক্রবার ফোন করে স্বজনকে খবরটি জানান। 

এদিকে সরেজমিন কামরুলের বাড়ি গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন মা, ভাই, বোন ও স্বজন। ছেলের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। 

নিহতের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, তিন বোন ও  দুই  ভাইয়ের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয়। অচিরেই দেশে এসে বিয়ে করার কথা ছিল কামরুলের। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে লাশ দেশে আসবে আশা করি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ