অশোভন কাজের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পুলিশে দিল জনতা
Published: 14th, March 2025 GMT
রাজধানীর আশকোনায় শিক্ষার্থীর সঙ্গে অশোভন কাজের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে তাকে দক্ষিণখান থানায় তাঁকে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এক শিক্ষার্থীর সঙ্গে “খারাপ কাজের” অভিযোগে স্থানীয় লোকজন মাদ্রাসার ওই শিক্ষককে পুলিশের কাছে তুলে দিয়েছেন। আমরা তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।’
দক্ষিণখান থানার ওসি আরও বলেন, স্থানীয় মানুষের অভিযোগ, ভুক্তভোগীর বক্তব্য ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শতাধিক মানুষ একটি ভবনের সামনে জড়ো হয়ে এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন। ওই ব্যক্তির আশপাশে থাকা কিছু মানুষ তাঁকে কিল–ঘুষি দিচ্ছেন। ঘটনাটি অনেকে মুঠোফোনে ভিডিও করছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত