পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামে এক অটোরিকশাচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রেজাউল গাজীর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল গাজী প্রায় দুই বছর ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের উত্যক্ত করার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি করতেন। শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করার পর মাথা ন্যাড়া করে দেয়। এ সময় স্থানীয় কয়েকজনের অনুরোধে তাকে পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কল্পনা বেগম বলেছেন, “রেজাউল গাজী প্রায় দুই বছর যাবত স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীসহ বিভিন্ন নারীদের উত্যক্ত এবং অশালীন অঙ্গভঙ্গি করছিল। আজ দুপুরে আমার এক বোনের মেয়ের সামনে অশালীন ভঙ্গি করেছে। এর আগেও একই রকম অঙ্গভঙ্গির কারণে এলাকার নারীরা প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেয় রেজাউল। এলাকার সবাই শুক্রবার রাতে তাকে ধরে ন্যাড়া করে দিয়েছে।” 

একই এলাকার আরেক বাসিন্দা রুমা বেগম বলেন, “আমার সঙ্গে কয়েকদিন আগে ওই যুবক অশালীন অঙ্গভঙ্গি করেছে। আমি প্রতিবাদ করলে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।”

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইমরান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জ উল গ জ কল প ড়

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ