সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগী দোষারোপ) বন্ধ করার দাবিও জানান তাঁরা।

সম্প্রতি যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও  বিক্ষোভকারীদের প্রতি  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমননীতি প্রয়োগের ঘটনায় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

ব্লাস্টের মতে, এসব ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধ সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদে (সিডও) নারীর সমতা, ব্যক্তিস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাগুলো সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ব্লাস্ট।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার যেসব ঘটনা উঠে এসেছে তাতে দেখা যায়, সমাজে নারীদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক।

ব্লাস্ট মনে করে, ন্যায়বিচার ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ দরকার। পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ জরুরি।  

বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা দিতে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী

দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন। 

এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
 

সম্পর্কিত নিবন্ধ