সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগী দোষারোপ) বন্ধ করার দাবিও জানান তাঁরা।

সম্প্রতি যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও  বিক্ষোভকারীদের প্রতি  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমননীতি প্রয়োগের ঘটনায় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

ব্লাস্টের মতে, এসব ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধ সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদে (সিডও) নারীর সমতা, ব্যক্তিস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাগুলো সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ব্লাস্ট।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার যেসব ঘটনা উঠে এসেছে তাতে দেখা যায়, সমাজে নারীদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক।

ব্লাস্ট মনে করে, ন্যায়বিচার ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ দরকার। পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ জরুরি।  

বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা দিতে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ