সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার নামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন বাইরে থেকে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নয়ন সরকার ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তা প্রাণে বেঁচে গেলেও পুড়ে ভস্মীভূত হয়েছে ঘরের সব জিনিসপত্র।

শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

সোনামুখী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন নয়ন সরকার। তার বাবার বাচ্চু সরকার।

আরো পড়ুন:

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

নয়ন সরকার বলেছেন, “পরিবার ও পরিজন নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়।”

“ঘরের দরজার বাইরে থেকে তালা দেওয়ায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করে। তবে বাড়ির সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে,” বলেন তিনি।

নয়ন সরকারের দাবি, আগুনে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারসোনামুখী বাজার এলাকায় বিএনপি কর্মী নয়ন সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করায় পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টা দিকে আগুন দেওয়া হয়। ছবি: রাইজিংবিডি ডটকম। 

প্রতিবেশী আরিফ সরকার বলেন, “শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার কাজে বিভিন্ন সময় বাধা দেওয়ায় শত্রুতা করে তিনি নয়ন সরকারের বাড়িতে আগুন দিয়েছেন বলে আমাদের ধারণা। এই ঘটনায় তার সঠিক বিচার চাই।”

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বাড়ির দুটি ঘরসহ সব কিছুই পুড়ে গেছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারসোনামুখী বাজার এলাকায় বিএনপি কর্মী নয়ন সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করায় পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টা দিকে আগুন দেওয়া হয়। ছবি: রাইজিংবিডি ডটকম। 

কাজীপুর থানার ওসি নূরে আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগটি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত শিবলু রেজার বক্তব্য নিতে পারেনি রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আদিত্য/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন নয়ন সরক র র পর ব র ব এনপ

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ