সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর নিউ জিল্যান্ডের মাটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল তারা। প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচেও একই ফল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

এবার ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে পাকিস্তান। দারুণ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নিউ জিল্যান্ড। ডানেডিনে স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে। জবাবে নিউ জিল্যান্ড ১৩.

১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫ উইকেট হাতে রেখে। 

বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। ১ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বের পর বল মাঠে গড়ায়। আম্পায়াররা ম্যাচ কমিয়ে আনেন ৫ ওভার। 

১৫ ওভারের খেলায় পাকিস্তানের ব্যাটিং খারাপ ছিল না। শুরুর ৫ ওভারে পাওয়ার প্লে’তে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে নেয়। পরের ১০ ওভারে জমা করে ৯৯ রান। তাতে লড়াকু পুঁজি পেয়েছিল অতিথিরা। 

অধিনায়ক সালমান আগা দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪৬ রান করেন। ৪ চার ও ৩ ছক্কায় সাজান তার ইনিংস। এছাড়া শাদাব খান ১৪ বলে ২৬ রান করেন ২টি করে চার ও ছক্কায়। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে সাজানো ২২ রানের ইনিংসে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। 

নিউ জিল্যান্ডের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ শোধী। 

জবাব দিতে নেমে টিম সেইফার্ট ঝড়ে পাকিস্তানের বোলিং এলোমেলো হয়ে যায়। মাত্র ২২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করেন তিনি। এছাড়া আরেক ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৮ রান করেন। তাতে জয়ের কাজটা সহজ হয়ে যায় নিউ জিল্যান্ডের জন্য। 

দুজনের কেউই অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ইনিংসের মধ্যভাগে মার্ক চ্যাম্পমান (১), ড্যারেল মিচেল (১৪) ও জিমি নিশাম (৫) দ্রুত সাজঘরে ফেরেন। দ্রুত ৩ উইকেট নিয়ে পাকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও মিচেল হে-র ১৬ বলে ২১ রানের ইনিংস সহজেই নিউ জিল্যান্ড জয়ের বন্দরে পৌঁছে যায়।

পাকিস্তানের হয়ে বল হাতে ২০ রানে ২ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আলী, খুশলিদ শাহ ও জাহানদাদ খান। 

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন টিম সেইফার্ট। 

সিরিজের পরবর্তী ম্যাচ অকল্যান্ডে ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ