বাংলাদেশ সম্পর্কে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা বক্তব্যকে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্যকে ‘ভারতকে খুশি করার অপচেষ্টা’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দলটি জানায়, অভ্যুত্থান–পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা ভারতকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।

সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিমের সংজ্ঞায়িত ‘মৌলবাদ’ বাংলা অঞ্চলে কোনোকালেই ছিল না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের সীমাবদ্ধতাকে নির্দেশ করে।

পারস্পরিক সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।’

দলীয় বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় যে অপরাধ করেছে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ