বাংলাদেশ সম্পর্কে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা বক্তব্যকে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্যকে ‘ভারতকে খুশি করার অপচেষ্টা’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দলটি জানায়, অভ্যুত্থান–পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা ভারতকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।

সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিমের সংজ্ঞায়িত ‘মৌলবাদ’ বাংলা অঞ্চলে কোনোকালেই ছিল না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের সীমাবদ্ধতাকে নির্দেশ করে।

পারস্পরিক সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।’

দলীয় বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় যে অপরাধ করেছে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে নিজ বাড়ির পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাসান আলী মতিহার থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার হাসমত আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, রাত সোয়া ১২টার দিকে তাঁকে (হাসান আলী) জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর হাসান আলী এলাকাছাড়া ছিলেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। এলাকায় প্রকাশ্যেই ঘুরছিলেন তিনি। গতকাল রাত পৌনে ১২টার দিকে বুধপাড়ায় নিজ বাড়ির পাশে হাসান আলীকে কুপিয়ে জখম করা হয়। এরপর দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিবন্ধ