তুলসী গ্যাবার্ডের বক্তব্য মিথ্যা ও দুরভিসন্ধিমূলক
Published: 18th, March 2025 GMT
বাংলাদেশ সম্পর্কে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা বক্তব্যকে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্যকে ‘ভারতকে খুশি করার অপচেষ্টা’ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দলটি জানায়, অভ্যুত্থান–পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা ভারতকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।
সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিমের সংজ্ঞায়িত ‘মৌলবাদ’ বাংলা অঞ্চলে কোনোকালেই ছিল না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের সীমাবদ্ধতাকে নির্দেশ করে।
পারস্পরিক সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।’
দলীয় বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় যে অপরাধ করেছে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর স্মৃতিবিজড়িত ভবন
২ / ৯ভবনটি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা