সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে দুই যুবক নিহত
Published: 19th, March 2025 GMT
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়কের কুসুম্বী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুসুম্বী গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।
স্থানীয়রা জানান, চালক বাবু প্রতিবেশী রাকিবকে নিয়ে দ্রুগতিতে ট্রাক্টর নিয়ে বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়ক ধরে কুসুম্বী গ্রামের নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে গ্রামের প্রবেশ পথে দ্রুতগ্রামী ওই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়ক সংলগ্ন একটি পানি ভর্তি ডোবায় পড়ে ডুবে যায়। সেখানে ট্রাক্টরের নিচে চাপা পড়ে পানির মধ্যেই ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান। পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাকিব ও বাবুর মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি