রাজধানীতে বৃষ্টি, দেশের বিভিন্ন স্থানে থাকতে পারে ৩ দিন
Published: 20th, March 2025 GMT
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার বৃষ্টির শুরু হয়েছে। দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানেই আজ এ বৃষ্টি হতে পারে। আজই শেষ নয়; আগামী তিন দিন ধরেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে দেশের বিভিন্ন স্থানে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মূলত কালবৈশাখীর কারণেই এ বৃষ্টি হতে পারে।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ ছিল। কখনো কখনো সেই মেঘের মাঝে দেখা গেছে রোদ। দুপুর ১২টার দিকে মেঘের বিস্তৃতি বাড়তে থাকে। বেলা প্রায় একটার দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে নগরীর নানা স্থানে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ এবং এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কিছুটা কমে আসতে পারে, আবহাওয়া অফিসের বার্তা তা–ই জানাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেসব এলাকায় বৃষ্টি সম্ভাবনা অপেক্ষকৃত বেশি, এর মধ্যে আছে রাজশাহী, সিলেট, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ।
এখন কালবৈশাখীর মৌসুম। এ সময় উত্তর–পশ্চিমের বায়ুর সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসা দখিনা বাতাসের সংঘাতে বজ্রমেঘ ও সেখান থেকে বৃষ্টি হয়। এর সঙ্গে থাকে ঝোড়ো হাওয়া।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের তাপমাত্রা কমতে পারে, এমনটাই বলা হয়েছে আবহাওয়ার বার্তায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//