ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন
Published: 20th, March 2025 GMT
কয়েকদিন বাদেই ঈদ। অনেকেই স্বপরিবারে শহর থেকে গ্রামে বেড়াতে যাবেন। ঈদের এই ছুটিতে পরিবারের সঙ্গে সম্পর্কটা নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ ঘটে। একই সঙ্গে শিশুদের গ্রাম, মাটি, মানুষ, ফসল, গাছ সব কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। তবে কিছু ঝুঁকিও রয়েছে।
১. শহরে বেড়ে ওঠা শিশুদের বেশিরভাগই সাঁতার জানে না। পুকুরে বা নদীতে গোসল করার জন্য শিশুকে অন্যদের সঙ্গে যেতে দেবেন না।
২.
আরো পড়ুন:
সুনিতা উইলিয়ামস সম্পর্কে এই তথ্যগুলো জানেন?
হঠাৎ ত্বক স্পর্শকাতর হয়ে পড়লে করণীয়
৩. গ্রামের বাড়িতে বেড়াতে গেলে নানা রকম খাবার খাওয়ার সুযোগ তৈরি হয়। শিশুরা অতি উৎসাহী হয়ে খাবার গ্রহণ করার সময় হাত নাও ধুতে পারে। খাবার গ্রহণের আগে হাত ধোয়া নিশ্চিত করুন। তা না পারলে স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করুন।
৪. নিরাপদ পানি পান করতে উদ্বুদ্ধ করুন। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার খাচ্ছে কিনা খেয়াল রাখুন।
৫. শিশুরা পরিচিত পরিবেশের বাইরে গেলে অনেক সময় বাথরুম ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। অনেক সময় প্রস্রাব চেপে রাখে। এমনটা যাতে না করে। এর ফলে প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি আছে।
৬. শিশুর স্বাস্থ্য ভালো রাখতে রাতে ঘুমানোর আগে মশারি ব্যবহার নিশ্চিত করুন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী
দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন।
এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।