রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী-স্ত্রীসহ আট সদস্যের পরিবারে ছয়জন প্রতিবন্ধীর চলাফেরা সুবিধার্থে হুইলচেয়ার দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রেজাউল হক নামের পরিবারটির এক সদস্যের হাতে তাঁদের চলাচলের জন্য হুইলচেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম।

একই সময়ে উপজেলার আরও ৩০ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

গত শুক্রবার প্রথম আলো অনলাইনে ‘স্বামীর-স্ত্রীসহ আট সদস্যের পরিবারে ছয়জনই প্রতিবন্ধী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে পরিবারটির দুর্দশার কথা জেনেছেন ইউএনও মাহবুবুল ইসলাম। তিনি জানান, তিনি প্রথম আলোয় প্রকাশিত সংবাদের মাধ্যমে পরিবারটির দুর্দশার কথা জেনেছেন। এরপর পরিবারটির জন্য প্রাথমিক সহায়তা শুরু করা হলো। পরিবারের অসহায়ত্ব ও প্রয়োজনের কথা বিবেচনা করে সহায়তা করা হবে। এ ছাড়া আর্থিক সহায়তা করা হবে। স্থায়ী উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হবে।

চলাফেরার জন্য হুইলচেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে পরিবারটি। অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য আরিকুল্লাহ জানান, আগে ঘর ও বারান্দায় সময় কাটাতে হতো, চেয়ার পাওয়াতে আপাতত উঠান ও বাড়ির আশপাশে যেতে পারবেন। নিজেও কিছু একটা কাজ করতে পারবেন।

আরিকুল্লাহ-রেজিয়া দম্পতির বাড়ি রাজশাহীর বাগমারার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। তাঁরাসহ পরিবারের মোট সদস্য আটজন। তাঁদের মধ্যে ছয়জনই শারীরিক প্রতিবন্ধী। যদিও কেউই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি। ১১-১২ বছর বয়সে এসে অসুস্থতা থেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এখন চিকিৎসায় আর খাবারের অভাবে কোনো রকম দিন যাপন করছেন।

আরও পড়ুনস্বামী–স্ত্রীসহ ৮ সদস্যের পরিবারে ৬ জনই প্রতিবন্ধী, কোনোমতে চলে সংসার১৪ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য র পর ব র স ত র সহ উপজ ল

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। 

রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

আরো পড়ুন:

বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ