ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘নেক্সট৫০: কালেকটিভ ফিউচারস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এই বইয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত ৮১ জন শিক্ষক ও গবেষক বাংলাদেশের আগামী ৫০ বছরের উন্নয়ন ও উদ্ভাবনের সম্ভাবনাগুলো তুলে ধরেছেন।

৯টি মূল বিষয়ে বিভক্ত ৪৯টি অধ্যায়ে বইটিতে নগরায়ণ, অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, আবাসন, শাসনব্যবস্থা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে বইটিতে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার এবং আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য স্থপতি, নগর-পরিকল্পনাবিদ ও গবেষকেরা।

অনুষ্ঠানে বইটির ভূমিকা উপস্থাপন করেন এর প্রধান সম্পাদক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ফুয়াদ এইচ মল্লিক।

বুয়েটের অধ্যাপক মোহাম্মদ জাকিউল ইসলাম বইটির আন্তবিভাগীয় দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল নগরকাঠামোর জন্য এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, নীতিনির্ধারক, পেশাজীবী ও সাধারণ পাঠকদের জন্য সহজ ভাষায় লেখা এই বইটি গবেষণা এবং বাস্তব জীবনে তা প্রয়োগের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে, যা ভবিষ্যৎ প্রকল্পে নীতি ও কৌশল নির্ধারণে সহায়ক হবে।

ওপেন স্টুডিও এবং কনটেক্সট বিডির উদ্যোগটির সহযোগিতায় ছিল শাহ্ সিমেন্ট। আলোচনায় শাহ সিমেন্টসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররাও অংশ নেন, যাঁরা নির্মিত পরিবেশে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে কথা বলেন।

বইটির নির্বাহী সম্পাদক তানজিল শফিক এবং সাইমুম কবীর সমাপনী বক্তব্যে বইটির প্রস্তুতির পেছনের সম্মিলিত প্রচেষ্টা এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে এর সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ বইট র

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।

অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।

ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়

সম্পর্কিত নিবন্ধ