মুন্সিগঞ্জে যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
Published: 22nd, March 2025 GMT
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ওই নারী। বিষয়টি ধামাচাপা দিতে গতকাল শনিবার বিকেলে ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র সরিয়ে রেখেছে অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজন।
ভুক্তভোগী গৃহবধূ (১৪) ও তাঁর স্বামীর (২৫) বাড়ি গাইবান্ধা জেলায়। আলু তোলার মৌসুমে কাজ করার জন্য তাঁরা টঙ্গিবাড়ীতে এসেছিলেন। আর অভিযুক্ত ব্যক্তির নাম রিভান আহম্মেদ ওরফে বাবু মোল্লা। তিনি নিজেকে পরিচয় দিতেন যুবলীগের নেতা হিসেবে। গত বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের সময় নিজেকে ইউনিয়ন যুবলীগের নেতা পরিচয় দিয়ে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে পোস্টারও সাঁটিয়েছিলেন রিভান।
ওই গৃহবধূর স্বামী বলেন, আলুর মৌসুমে এই উপজেলায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন তিনি। রান্নাবান্নায় সহযোগিতার জন্য স্ত্রীকেও সঙ্গে এনেছিলেন। যুবলীগ নেতা রিভানের এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। শুক্রবার বিকেলে স্ত্রীকে ঘরে একা রেখে কাজের টাকা আনতে যান স্বামী। তখন ওই বাড়িতে কোনো মানুষ ছিল না। এ সময় একা পেয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন রিভান।
ওই ব্যক্তি গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বিষয়টি কাউকে বললে তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন রিভান। এখন বিচার–সালিস করে বিষয়টি মীমাংসা করতে চাচ্ছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে ভুক্তভোগী দম্পতিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় রিভান আহম্মেদের পরিবারের লোকজন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রিভানের পরিবার খুব প্রভাবশালী। সরকার পতনের পরও তাঁর পরিবার বহাল তবিয়তে আছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রিভান আত্মগোপনে। তাঁর বাবা ওই নারী ও তাঁর স্বামীকে হুমকি দিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত রিভানের মুঠোফোনে ফোন করলে সাংবাদিক পরিচয়ে পেয়ে ফোন কেটে দেন তিনি। পরে ফোন করা হলে তিনি ধরেননি। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পর ব র য বল গ গ হবধ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত