এনসিপির শ্রমিক উইংয়ের যাত্রা শুরু, প্রধান সমন্বয়কারী মাজহারুল
Published: 23rd, March 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শ্রমিক উইং’ (শ্রমিক শাখা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উইংয়ের প্রধান সমন্বয়কারী করা হয়েছে মাজহারুল ইসলাম ফকিরকে। পাশাপাশি উইংয়ের কো-অর্ডিনেটর কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আলেয়া খাতুন বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের শ্রমজীবী মানুষেরা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই বাস্তবতায় শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করছি।’
শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির সংবাদ সম্মেলনে শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেটর কমিটির তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন, শাহ আলম, আল আমিন, মো.
এ ছাড়া সংগঠক হিসেবে আছেন সজিব ইসলাম, লামিয়া ইসলাম, মো. কামরুজ্জামান, মো. সারোয়ার কামাল, মো. ফারুক হোসেন প্রমুখ। সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমন বয়ক র এনস প র ইসল ম
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে