প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল পর্তুগাল। তবে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরো নেশন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। দুই লেগ মিলিয়ে পর্তুগাল এগিয়ে গেছে ৫-৩ ব্যবধানে।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে ষষ্ঠ মিনিটেই পেনাল্টি মিস করেন অধিনায়ক রোনালদো। এরপরও ৩৮ মিনিটে লিড পায় স্বাগতিকরা, যদিও গোলটি আসে ডেনিশ ডিফেন্ডার অ্যান্ডারসনের আত্মঘাতী ভুলে। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর সমতায় ফেরে ডেনমার্ক। ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে ম্যাচে ফেরে অতিথিরা। তবে ৭২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে আবার এগিয়ে দেন। কিন্তু চার মিনিট পরই আবার সমতা ফেরান ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাও গোল করে পর্তুগালকে তৃতীয়বারের মতো লিড এনে দেন। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে ম্যাচ দাঁড়ায় ৩-৩ সমতায়। এরপর অতিরিক্ত সময়ে জ্বলে ওঠে পর্তুগাল।

অতিরিক্ত সময়ের শুরুতেই দ্বিতীয়বারের মতো জালের দেখা পান ট্রিনকাও। ১১৫ মিনিটে গঞ্জালো রামোস ম্যাচের পঞ্চম গোলটি করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয়ে ও দুই লেগে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে পৌঁছায় পর্তুগাল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ত গ ল পর ত গ ল

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ