Samakal:
2025-11-03@12:41:03 GMT

আঁকাবাঁকা ধুলোমাখা পথ ধরে...

Published: 24th, March 2025 GMT

আঁকাবাঁকা ধুলোমাখা পথ ধরে...

ঈদ এলো রে ঈদ
নকুল শর্ম্মা 

ঈদুল ফিতর এলো আবার 
একটি বছর পরে,
খুশির জোয়ার বইছে দেখ
সবার ঘরে ঘরে।

সকল প্রাণে প্রাণের মিলন
বিভেদ ব্যথা ভুলে, 
জমবে কথার মজার আসর
মনের দুয়ার খুলে। 

মাংস পোলাও ফিরনি পায়েস 
রান্না হবে কত,
অভুক্ত কেউ রয় না যেন 
গরিব দুঃখী যত।

মানবতার ঈদের খুশি 
হয়ে উঠুক পূর্ণ, 
লোভ লালসা হিংসা বৃত্তির
ঘটুক দর্পচূর্ণ। 

 

শুকতারা 
ওলি মুন্সী 

মায়ের আঁচল ধরছে যেমন 
ধরছে হাতে বাবার 
সাহ্‌রিতে ডেকে আমায় 
খেতে দিও খাবার।

নাইট ব্লুমিং, জুঁই, জেসমিন 
রাত্রে যখন ফোটে 
রোজা রাখার জন্য খুকি 
তেমনি করে ওঠে।

সুবেহ সাদিক হওয়ার আগে 
ভোরের মোরগ ডাকে 
খোকাখুকির ডাক পড়ে যায় 
সকল পাড়ার বাঁকে।

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে 
সকল দেশের তরে 
রোজায় সবাই শুকতারা হই
ডুববো ঈদের পরে।

 

অমিল
ফাহাদ আল উমরান 

একদিন সে অভিমানী কণ্ঠে 
এক প্রকার বিরক্ত হয়েই বলেছিল 
‘তোমার সঙ্গে আমার বড্ড অমিল, 
আমার ভাবনাগুলো তোমার নিকট 
আপন মনে হলেও 
তোমার অনুভূতিগুলো কভু 
একান্তই নিজের বলে মনে হয় না।’
আমি তার নিরেট সত্য কথাগুলো 
এক প্রকার নির্লজ্জের মতোই
হাসিমুখে মেনে নিয়েছিলাম।  
আমার হৃদয়ে সে সম্রাজ্ঞী বেশে থাকলেও 
তার ভুবন মাঝে আমি যে অস্তিত্বহীন 
তা স্পষ্টতই বুঝতে পেরেছিলাম তার 
অবজ্ঞা মিশ্রিত বাঁকা চাহনিতে। 
অথচ আমাকে নিয়ে তার
অজানা ছিল না কিছুই,
আমি যে সত্তাকে বিসর্জন দিয়ে 
বিষাদের দুর্দিনেও রঙিন হয়ে 
তার পাশেই ছিলাম নিরুপায় নিস্তব্ধ 
প্রেমিকের বেশে, তা সে বুঝেছিল 
বহুবার; আমার বহু উপাখ্যানে।
তবু বেলা শেষে আমায় প্রত্যাখ্যান 
করেছিল অমিল দোষারোপে।

 

বিবর্ণ নগরী
রোকশানা ছায়াময়ী

হে বিধ্বস্ত পথিক খুঁজে দেখ আমায়
ক্লান্ত নগরীর একান্ত নিস্তব্ধতায়।
বীভৎস অন্ধকারে নিমগ্ন লাল বর্ণ চাদরে
যেখানে রক্তরা খেলা করে পিচঢালা প্রান্তরে।
যেখানে স্বপ্নরা খুন হয় রাতের নীলাভ আঁধারে
যেখানে উর্বশী মগজ তিক্ত বিষের পেয়ালায়
মেতে ওঠে বেসামাল অপার রঙিন খেলায়।
সেখানে বিরাজমান আমি– ক্লান্তির সজ্জায়;
চলমান কালের অশান্ত বলিয়ান বলি রেখায়।
বিবর্ণ মায়ার কলতান ডাক দিয়ে যায়–
এসো পথিক, আমার নগরীর শেষ কোঠায়।
যেখানে তোমায় নিয়ে আমার বিলাস প্রশান্তির সমাপ্তি।
পথিক এসো তুমি,
হবে এই বিবর্ণ নগরীর একটি রাতে সাক্ষী।
 

 

ভাঁটফুলের ঘ্রাণ
শারমিন নাহার ঝর্ণা

এই নির্লিপ্ত চোখ দূরে হারিয়ে 
যায় শুভ্র অম্বরে 
মনটা আনমনে ছুটে যায় সবুজ গাঁয়ের
আঁকাবাঁকা ধুলোমাখা পথ ধরে,
বুনো ভাঁটফুলের ঘ্রাণে মাতোয়ারা মন
শীতল বৃষ্টিতে করতে চায় স্নান।
কী অপরূপ আহা ভাঁটফুলের নব যৌবন
গাঁয়ের উচ্ছিষ্ট পথ করেছে আলিঙ্গন।
বুনো ভাঁটফুলের ঘ্রাণ নিতে 
কেউ তো আসে না গাঁয়ে?
দুমড়েমুচড়ে ক্ষতবিক্ষত 
হয় অজ্ঞ লোকের পায়ে।

 

আর্তচিৎকার 
এস ডি সুব্রত

ঘুমে যখন অনিশ্চিত যাত্রার যুদ্ধবিধ্বস্ত গাজা 
রাতের অন্ধকারে মানুষের আর্তচিৎকার 
দুঃস্বপ্নের রাত যেন ফিরে আসে বারবার 
অবরুদ্ধ ফিলিস্তিনের লাশের উপত্যকায়
ধ্বংসস্তূপে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা 
আবারও নেতানিয়াহুর নৃশংস হত্যাযজ্ঞ 
ঘুমন্ত নারী, শিশু ও নিরপরাধ মানুষ খুন 
বিশ্ব বিবেক নির্বিকার কোন দুরভিসন্ধিতে,
শান্তির সবক দেওয়া মোড়ল অশান্তির কারিগর 
আরব দেশগুলোর ভূমিকাও নয় উল্লেখযোগ্য 
নিষ্পাপ শিশু নারী নির্মমতার চরম শিকার 
গাজার ধ্বংসাবশেষে পৌঁছায় না বাণী বিবেকের 
জাতিসংঘ ওআইসি যেন ঠুঁটো জগন্নাথ 
দুঃখ প্রকাশ করেই দায় সেরে নিতে চায় 
জাগো বিশ্ব জাগো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে 
দাঁড়াও মানবতার পক্ষে ফিলিস্তিনের পাশে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

যে আসন থেকে লড়বেন তারেক রহমান

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকার প্রার্থী যারা
ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ