ঢাকা-রংপুর মহাসড়কে চাপ বাড়লেও যানজট নেই
Published: 28th, March 2025 GMT
সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে ঈদপূর্ব যানবাহনের চাপ বাড়লেও আজ শুক্রবার দুপুর পর্যন্ত জেলার কোনো স্থানে যানজট নেই।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম আজ দুপুরে জানান, ‘ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনে ঘরমুখো যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারছেন। সেতুর পশ্চিম পারে যানবাহনের ধীরগতি বা যানজট নেই।’
ওই মহাসড়কের কড্ডা ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থানরত ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ‘যানবাহনের চাপ বাড়লেও জটলা নেই। সিএনজি থ্রি হুইলারদেরও নিয়ন্ত্রণ করা হচ্ছে; যাতে মহাসড়কে উঠতে না পারে।’
সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থানরত বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো.
ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহন দুই লেন দিয়েই স্বাভাবিকভাবে চলছে। দুপুর পর্যন্ত সমস্যা হয়নি।’
যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিবিএ’র নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৫ হাজার ২২৭টি যানবাহন (বাস, ট্রাক মোটরসাইকেল ও হালকা বাহন) যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৫ শ’ টাকা। গত দিনে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে৷ গত দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০। গতদিনের তুলনায় ১ হাজার ৪৬১টি যানবাহন বাড়লেও টোল আদায় ১৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা কমেছে। আজ ভোর থেকেই স্বাচ্ছন্দভাবেই যানবাহন সেতু পারাপার হচ্ছে; কোথাও কোনো সমস্যা নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ য নজট ন ই
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে