ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২৭ গোল আর ১৭ গোলে সহায়তা মোহাম্মদ সালাহর। এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এমন এক খেলোয়াড়কে মাঠে বোতলবন্দী করে রাখা খুবই কঠিন। এভারটন কোচ ডেভিড ময়েসও তাই সালাহকে ঠেকানোর প্রশ্নে একটু রসিকতাই করলেন। লিভারপুল তারকাকে মাঠে আটকানোর চেয়ে তাঁকে পারলে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দিতেন ময়েস। এভারটন কোচের ভাষায়, ‘আমরা তাকে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দেওয়াটাই বেশি উপভোগ করব।’

আরও পড়ুনআরও একবার বিশ্বকাপে চুমু মেসির, কী বললেন লাজুক কণ্ঠে৫ ঘণ্টা আগে

প্রিমিয়ার লিগে আজ রাতে স্বাগতিক হয়ে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। দুই পড়শির এই লড়াই ‘মার্সিসাইড ডার্বি’ নামে পরিচিত। যেখানে আজ রাতের ম্যাচে নিশ্চিতভাবেই এভারটনের মাথাব্যথা লিভারপুলের গোলমেশিন সালাহ। পয়েন্ট টেবিলে দুই পড়শির মাঝে ব্যবধান বিস্তর। ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্নে স্লটের লিভারপুল, তাদের সঙ্গে ৩৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ১৫তম স্থানে ২৯ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া এভারটন।

এভারটন কোচ ডেভিড ময়েস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ