পারলে সালাহকে ধরে বিমানে তুলে দিতেন এভারটন কোচ
Published: 2nd, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২৭ গোল আর ১৭ গোলে সহায়তা মোহাম্মদ সালাহর। এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এমন এক খেলোয়াড়কে মাঠে বোতলবন্দী করে রাখা খুবই কঠিন। এভারটন কোচ ডেভিড ময়েসও তাই সালাহকে ঠেকানোর প্রশ্নে একটু রসিকতাই করলেন। লিভারপুল তারকাকে মাঠে আটকানোর চেয়ে তাঁকে পারলে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দিতেন ময়েস। এভারটন কোচের ভাষায়, ‘আমরা তাকে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দেওয়াটাই বেশি উপভোগ করব।’
আরও পড়ুনআরও একবার বিশ্বকাপে চুমু মেসির, কী বললেন লাজুক কণ্ঠে৫ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগে আজ রাতে স্বাগতিক হয়ে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। দুই পড়শির এই লড়াই ‘মার্সিসাইড ডার্বি’ নামে পরিচিত। যেখানে আজ রাতের ম্যাচে নিশ্চিতভাবেই এভারটনের মাথাব্যথা লিভারপুলের গোলমেশিন সালাহ। পয়েন্ট টেবিলে দুই পড়শির মাঝে ব্যবধান বিস্তর। ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্নে স্লটের লিভারপুল, তাদের সঙ্গে ৩৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ১৫তম স্থানে ২৯ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া এভারটন।
এভারটন কোচ ডেভিড ময়েস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি