‘শাশুড়ির বিয়ে’ দেখাবে বৈশাখী, আরটিভিতে ‘পারিবারিক ভেজাল’
Published: 4th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘নাচিছে ঘূর্ণি বায়’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বীথি পরিবহন’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মায়মুনা মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘স্বপ্নচারিণী’। অভিনয়ে খায়রুল বাসার, রিয়া ঘোষ। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘গ্রামের অতিথি’। অভিনয়ে জাহের আলভী, অহনা রহমান। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘সুখের স্যুটকেস’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড: পেনোয়া।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী সেনিজ। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী ইথুন বাবু ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘প্যারা আজমল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক কাম ‘ফ্রম আফ্রিকা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক আমি মানুষ। অভিনয়ে আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে জুলাই বিপ্লবে আহত নিয়ে অনুষ্ঠান ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘দূরের দেখা’। অভিনয়ে আবদুন নূর সজল, আইশা খান। রাত ৮টায় একক নাটক ‘হোসেনের গল্প’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘পারিবারিক ভেজাল’। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘লাস্ট নাইট’। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘লোকসানে লোকমান’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। বিকেল ৫টায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেম মানে প্রবলেম’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘মাতাল মতিন’। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘স্বপ্নসিঁড়ি’। অভিনয়ে তৌসিফ, আইশা খান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৩০ ম ন ট অন ষ ঠ ন ৪০ ম ন ট ১৫ ম ন ট ক ন টক আহস ন
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
মালয়েশিয়ায় পরীমণির দশ দিন
তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।
উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”
বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।
ঢাকা/রাহাত/মেহেদী