নিরাপত্তা শঙ্কায় জিডি করলেন সেই নারী সাংবাদিক
Published: 4th, April 2025 GMT
নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজধানীর বনশ্রীতে হেনস্তার শিকার সাংবাদিক রাফিয়া তামান্না। শুক্রবার তিনি রামপুরা থানায় এই জিডি করেন। এতে তিনি বলেন, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে তাঁর সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সমকালকে বলেন, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমাদের ফোন নম্বর তাঁকে দেওয়া হয়েছে। কখনও যদি তিনি অনিরাপদ বোধ করেন, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করব।
এর আগে বুধবার সন্ধ্যায় বনশ্রী ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানে রাফিয়ার সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করেন এক ব্যক্তি। সেখান থেকে বের হওয়ার পর আরও দু-তিনজন এসে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে তারা রাফিয়া ও তাঁর ভাই এবং রাফিয়ার বন্ধুকে মারধর করেন। এ সময় শ্লীলতাহানির শিকার হন রাফিয়া। এ ঘটনায় তিনি রামপুরা থানায় মামলা করেন। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৩।
জিডিতে রাফিয়া লিখেছেন, তিনজন গ্রেপ্তারের খবর প্রকাশের পর তাদের বন্ধু ও আত্মীয়রা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ‘বনশ্রীবাসী’, ‘প্রিয় বনশ্রী’, ‘রামপুরা বনশ্রী আফতাবনগর’ নামে ফেসবুক গ্রুপে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া নাফিস আহমেদ ইমন, চৌধুরী নাবিল, মুনতাশাম হোসেন এবং আরও কিছু আইডি থেকে গ্রুপের অ্যাডমিনদের সাহায্যে ও ‘শাহবাগীমুক্ত বাংলাদেশ চাই’ নামে পেজ থেকে সংঘবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে। এভাবে ঘৃণা ছড়ানোর মাধ্যমে তাঁর ওপর আবারও আক্রমণের চেষ্টা হচ্ছে বলে মনে করছেন রাফিয়া। এতে তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।
পুলিশ জানায়, প্রধান তিন অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বনশ র
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি