নিরাপত্তা শঙ্কায় জিডি করলেন সেই নারী সাংবাদিক
Published: 4th, April 2025 GMT
নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজধানীর বনশ্রীতে হেনস্তার শিকার সাংবাদিক রাফিয়া তামান্না। শুক্রবার তিনি রামপুরা থানায় এই জিডি করেন। এতে তিনি বলেন, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে তাঁর সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সমকালকে বলেন, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমাদের ফোন নম্বর তাঁকে দেওয়া হয়েছে। কখনও যদি তিনি অনিরাপদ বোধ করেন, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করব।
এর আগে বুধবার সন্ধ্যায় বনশ্রী ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানে রাফিয়ার সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করেন এক ব্যক্তি। সেখান থেকে বের হওয়ার পর আরও দু-তিনজন এসে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে তারা রাফিয়া ও তাঁর ভাই এবং রাফিয়ার বন্ধুকে মারধর করেন। এ সময় শ্লীলতাহানির শিকার হন রাফিয়া। এ ঘটনায় তিনি রামপুরা থানায় মামলা করেন। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৩।
জিডিতে রাফিয়া লিখেছেন, তিনজন গ্রেপ্তারের খবর প্রকাশের পর তাদের বন্ধু ও আত্মীয়রা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ‘বনশ্রীবাসী’, ‘প্রিয় বনশ্রী’, ‘রামপুরা বনশ্রী আফতাবনগর’ নামে ফেসবুক গ্রুপে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া নাফিস আহমেদ ইমন, চৌধুরী নাবিল, মুনতাশাম হোসেন এবং আরও কিছু আইডি থেকে গ্রুপের অ্যাডমিনদের সাহায্যে ও ‘শাহবাগীমুক্ত বাংলাদেশ চাই’ নামে পেজ থেকে সংঘবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে। এভাবে ঘৃণা ছড়ানোর মাধ্যমে তাঁর ওপর আবারও আক্রমণের চেষ্টা হচ্ছে বলে মনে করছেন রাফিয়া। এতে তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।
পুলিশ জানায়, প্রধান তিন অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বনশ র
এছাড়াও পড়ুন:
মাসিক না হওয়ার কারণ
মেনোপজের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ
গর্ভধারণ ও স্তন্যদান।
জন্মনিয়ন্ত্রণের জন্য পিল কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহার।
অতিরিক্ত কম বা বেশি ওজন, অতিরিক্ত ভারী ব্যায়াম কিংবা অতিরিক্ত মানসিক চাপ।
থাইরয়েড হরমোনের ঘাটতি কিংবা আধিক্য, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা অন্য যেসব রোগের কারণে হরমোনের তারতম্য হয়।
ডিম্বাশয়ের টিউমার কিংবা ডিম্বাশয় বা জরায়ুতে কোনো অস্ত্রোপচার।
উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যায় ব্যবহৃত ওষুধ।
কেমোথেরাপি, রেডিওথেরাপি।
ডিঅ্যান্ডসির (ডায়ালেশন ও কিউরেটেজ নামের একটি অস্ত্রোপচারপদ্ধতি) মাধ্যমে গর্ভপাত।
আরও পড়ুনমাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন? ২৩ এপ্রিল ২০২৫কৈশোরে মাসিক শুরু না হওয়ার কারণনির্দিষ্ট বয়সে পৌঁছেও যাঁর মাসিক শুরু হয়নি, তাঁর জন্য কারণটা হতে পারে জিনগত। নারীর জন্য প্রয়োজনীয় হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে যেসব গ্রন্থি, সেসবের অস্বাভবিকতাও থাকতে পারে কারও কারও ক্ষেত্রে। যোনিপথ বা অন্যান্য প্রজনন অঙ্গের গঠনগত ত্রুটিও থাকতে পারে।
কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিকদু–এক মাস যদি মাসিক না হয়, তাতে ভয়ের কিছু নেই। কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিক, অর্থাৎ কখন নেবেন চিকিৎসকের পরামর্শ, জেনে নেওয়া যাক।
১৪ বছর বয়সে পৌঁছেও যদি কারও মাসিক শুরু না হয় এবং বয়ঃসন্ধির অন্য কোনো চিহ্নও না দেখা যায়।
বয়ঃসন্ধির অন্যান্য চিহ্ন থাকলে অবশ্য ১৬ বছর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এ ক্ষেত্রে ১৬ বছরে পৌঁছে মাসিক না হলে বিষয়টিকে অস্বাভাবিক ধরে নিতে হবে।
যাঁর নিয়মিত মাসিক হয়, তাঁর যদি অন্তত তিন মাস মাসিক বন্ধ থাকে, তাহলে সেটির কারণ খুঁজতে হবে।
যাঁর মাসিক অনিয়মিত, তাঁর ক্ষেত্রে অন্তত ছয় মাস মাসিক বন্ধ থাকলে সেটিকে অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ হওয়া বলে ধরে নিতে হবে।
আরও পড়ুনঅনিয়মিত মাসিক কেন হয়২৫ জুলাই ২০২৩যদি থাকে অস্বাভাবিকতাএকজন নারীর সুস্থতার জন্য নিয়মিত মাসিক হওয়া খুবই জরুরি। যদি মাসিকে অস্বাভাবিকতা দেখা দেয়, অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ থাকে কিংবা অনিয়মিত মাসিক হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণটা খুঁজে বের করবেন। সে অনুযায়ীই হবে চিকিৎসা।
কারও মাসিক বন্ধ থাকার চিকিৎসার ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারও প্রয়োজন হরমোন থেরাপি। অল্প কিছু ক্ষেত্রে সার্জারি বা শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
আরও পড়ুনমেয়েকে মাসিক সম্পর্কে কীভাবে জানাবেন০৫ সেপ্টেম্বর ২০২৩