রাজধানীর গুলশানের সড়কে চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম ফারজানা আক্তার মিম (৩০)। রোববার দিবাগত রাত দুইটার দিকে গুলশান ৩২ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন প্রথম আলোকে বলেন, মহাখালী তিতুমীর কলেজের পাশে এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান শেষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন ফারজানা।

গুলশান ৩২ নম্বরে এলে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই মাহবুব হোসাইন আরও বলেন, ফারজানা একটি বিউটি পারলারে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় তাঁর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ফারজানার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমান গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বারেক। তিনি রাজধানীর শাহজাদপুর বাঁশতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ