সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে অপহৃত আট মাস বয়সী এক শিশুকে যশোরে উদ্ধার করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশু দিঘি মনি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডলের মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের মৃত গোলজার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও কুড়িগাতি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

আরো পড়ুন:

বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নিহত ১

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক ১

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘‘গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মা মরিয়ম খাতুনকে ঘোল খাইয়ে দিঘি মনিকে অপহরণ করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর থেকে কালাম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থেকে চক্রের অপর সদস্য হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে রবিবার যশোরের সামিউল ইসলামের হেফাজত থেকে অপহৃত শিশু দিঘি মনিকে উদ্ধার করা হয়। সামিউল ৮০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে কিনেছিল।’’

ঢাকা/রাসেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ