ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি।

দেশে চলমান বিনিয়োগ সম্মেলনে আগত বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়েছে মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বৈঠক শেষে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি চমৎকার স্থান। বিনিয়োগের সুরক্ষায় যা যা করণীয়, একটি রাজনৈতিক দল হিসেবে আমরা করব।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বাংলাদেশের ইসলামপন্থা একটি শান্তিপূর্ণ সংস্কারমূলক ধারায় কাজ করে। এ ভূখণ্ডে ইসলাম প্রসারের ঐতিহাসিক কারণে সহিংসতার কোনো স্থান নাই। বিচ্ছিন্ন কোন ঘটনাকে বড় করে না দেখে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বাংলাদেশকে একটি ইতিবাচক, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কর্মঠ জনগোষ্ঠীর দেশ হিসেবেই দেখা যাবে।’

বাংলাদেশ একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আর কোনো স্বৈরতন্ত্র যাতে জন্ম নিতে না পারে, সেজন্য জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ।

ইসলামী আন্দোলনের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিতি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমাদ আব্দুল কাইউম প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ