টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
Published: 9th, April 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাসান জীবন (২৫) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার এ ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান জীবন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সামসুদ্দিন, পলাশ ও রনি। সামসুদ্দিন ও পলাশ দুই ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামসুদ্দিন, পলাশ ও রনিসহ বেশ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে দত্তপাড়া আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা দেলোয়ার মিয়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বক খ ন
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ