রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, বিনিয়োগ টানতে এক: বিডা চেয়ারম্যান
Published: 10th, April 2025 GMT
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। তবে দেশে বিনিয়োগ বাড়ানো, পরিবেশ উন্নত করা, কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে বিএনপি, জামায়াত ও এনসিপির মত এক। সে জন্য তারা নিজস্ব পরিকল্পনা নিয়ে ব্রুশিয়ার উপহার দিয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের আয়োজন শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি কোন দেশের বিনিয়োগকারীর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা তুলে ধরেন।
সম্মেলনে গত তিন দিন বিভিন্ন প্যানেল আলোচনায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বারবার জানতে চেয়েছেন, বিদ্যমান নীতির ধারাবাহিকতা থাকবে কিনা। এ বিষয়ে সম্মেলনে অংশ নেওয়া বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে তারা জানতে চেয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘তিনটি দলের সঙ্গে বিনিয়োগকারীরা মিটিং করতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছে দল তিনটি। তারা নিজস্ব পরিকল্পনা নিয়ে ব্রুশিয়ার, নথি ও উপহার দিয়েছেন বিনিয়োগকারীদের।
এর আগে কোনো বিনিয়োগ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে আলাদা বৈঠক করার সুযোগ দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের সঙ্গে নিজস্ব মতামত শেয়ার করতে পেরেছে প্রতিটি দল। বিনিয়োগকারীরাও আলাদাভাবে দলগুলোকে প্রশ্ন করেছে– বর্তমান অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে, আপনারা ক্ষমতায় এলে সেগুলোর ধারাবাহিকতা রাখবেন কিনা? এ বিষয়ে দলগুলো কী উত্তর দিয়েছে, সেটি বিনিয়োগকারীদের প্রশ্ন করলে জানা যাবে। তবে সাধারণত দলগুলোর মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে সবার মত এক। বিনিয়োগ পরিবেশ উন্নত করার বিষয়েও সবার লক্ষ্য এক। কারণ, এই মুহূর্তে দেশে বিনিয়োগ দরকার। অতএব, এখানে কারও ভিন্ন মত দেখানোর কারণ নেই।’
এর আগে বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে শ্রমিকদের অধিকার অন্য দেশের তুলনায় কম। এটিকে একটি মানসম্মত অবস্থানে নিয়ে যেতে হবে। সে জন্য আইএলওর সঙ্গে বিডা একটি সমঝোতা স্মারক করেছে। কারণ, বিশ্ব এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে একসময় ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানির সঙ্গে আরেকটি এমওইউ করা হয়েছে। তারা বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই বিনিয়োগ এলে এক থেকে দুই বছরের মধ্যে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’
আশিক চৌধুরী বলেন, ‘আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসবেন চীনের বাণিজ্যমন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টাকে জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী। জার্মানির বিনিয়োগকারীরাও আসতে চান।
তিনি বলেন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড গ্রুপ বাংলাদেশের মাতারবাড়ীর কাছাকাছি মুক্ত বাণিজ্য অঞ্চল করতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে তাদের কারিগরি সহযোগিতা নিতে চেয়েছে বাংলাদেশ। খুঁটিনাটি জানতে বাংলাদেশ থেকে একটি দল সংযুক্ত আরব আমিরাত সফর করবে। ডিপি ওয়ার্ল্ড গ্রুপ হচ্ছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা। এ ছাড়া প্রথমবারের মতো স্পেনের পোশাক জায়ান্ট ইন্ডিটেক্সের প্রতিনিধি বাংলাদেশ এসেছেন। তারাও ব্যবসা বাড়াতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। লাফার্জহোলসিমেরও একটা বড় বিনিয়োগ আসার সম্ভাবনা আছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য সরকারের পরিকল্পনা আছে। প্রযুক্তিগত উন্নয়নে সামরিক বাহিনীতে কিছু কাজ করা দরকার। এ খাতে যন্ত্রপাতি তৈরির সক্ষমতা বাড়াতে বিনিয়োগকারী খোঁজার চিন্তা আছে। ভবিষ্যতে সামরিক অর্থনৈতিক অঞ্চল হতে পারে।
তিনি বলেন, এ সম্মেলনে কত টাকা বিনিয়োগ এলো, তা মুখ্য নয়। দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনে গিয়ে লক্ষ্যমাত্রা ধরা হবে। তবে এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য, বাংলাদেশের যে নেতিবাচক প্রচার এতদিন ধরে হয়ে আসছে, সেটিকে ইতিবাচক করে তুলে ধরা। ভবিষ্যতে এত বড় করে বিনিয়োগ সম্মেলন দরকার নেই। নির্দিষ্ট দেশ নির্ধারণ করে তাদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগ আনতে পারলে ভালো হয়।
আশিক চৌধুরী বলেন, এবারের সম্মেলনে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেওয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সে জন্য আগামীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান করা হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।