রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে.

..
 

ঢাকা/মামুন/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘পাটের তৈরি পণ্য ব্যবহার করুন’ 

প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন’।

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে মানববন্ধন করে এ দাবি জানায় দলটি।

বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, “দেশে এক সময়ের সোনালি আঁশ পাট আজ বিলুপ্তির পথে। পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।”

“তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।”

পাটের তৈরি চটের ব্যানার এবং চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলানের নেতারা।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ