সাত বছরের ছেলেকে রেখে পালিয়েছেন মা। ছোট্ট শিশু না বুঝে সারাদিন খুঁজে বেড়ায় মাকে। তাই পরিবারের লোকজন বাধ্য হয়ে ছেলের হাত দিয়ে মায়ের শ্রাদ্ধ করিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই নারীর পরিবারের সদস্যরাও। এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায়।

পরিবারের সদস্যরা জানায়, ওই গৃহবধূ চলতি বছরের এপ্রিলে নিখোঁজ হয়। পরে তারা জানতে পারেন তাদের বউমা অন্য পুরুষের সঙ্গে পালিয়েছেন। এছাড়া ওই গৃহবধূ মোবাইলে জানিয়েছেন, তিনি আর সংসারে ফিরবেন না। এমনকি সন্তানের দায়িত্বও নেবেন না।   

ওই গৃহবধূর শাশুড়ি জানান, বউমাকে না পেয়ে নাতি সারাদিন তাকে খুঁজে বেড়ায়। মাকে না পেয়ে খাওয়া, ঘুম ত্যাগ করেছে সে। এ অবস্থায় তাকে বুঝানো হয়েছে, তার মা এক্সিডেন্টে মারা গেছে, তাই সে আর ফিরবে না। এ বিষয়টি আরও জোরালো করতে তার জীবিত মায়ের শ্রাদ্ধ করানো হয়। গৃহবধূর বাবার বাড়ির সম্মতিতেই এই শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ হবধ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ