পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮ সদস্য। খবর ডনের।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘কালাত থেকে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িকে আইইডি দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

তিনি জানান বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন জওয়ান শহিদ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরও ১৬ জন আহত হয়েছেন। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

সমস্ত আহত পুলিশকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান রিন্দ।

মুখপাত্র আরও বলেন, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গলের একটি অবস্থানে বেলুচিস্তান কনস্ট্যাবুলারি কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত ত ন সদস য

এছাড়াও পড়ুন:

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে পাঁচজন পর্যটক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘‘ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্বহাল
  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫