বেলুচিস্তানে পুলিশের গাড়িবহরে হামলা, তিন পুলিশ সদস্য নিহত
Published: 15th, April 2025 GMT
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮ সদস্য। খবর ডনের।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘কালাত থেকে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িকে আইইডি দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল।’
তিনি জানান বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন জওয়ান শহিদ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরও ১৬ জন আহত হয়েছেন। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।
সমস্ত আহত পুলিশকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান রিন্দ।
মুখপাত্র আরও বলেন, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গলের একটি অবস্থানে বেলুচিস্তান কনস্ট্যাবুলারি কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব