ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে প্রথম লেগেই নিজেদের কাজটা প্রায় শেষ করে রেখেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ফিরতি লেগটা তাই আনুষ্ঠানিকতা মাত্র।

বরুশিয়া ডর্টমুন্ডের জন্য সেমিফাইনালে উঠাটা পুতিন-জেলেনস্কির একসাথে বসে কফি খাওয়ার মতোই দূরহ ব্যাপার। বার্সার বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতলেই ইউলো সামুরাইদের শেষ চারে পদার্পন করা সম্ভব। তবে ডর্টমুন্ড কোচ নিকো কোভাচের বিশ্বাস তাঁর দল মিরাকল ঘটাতে পারবে।

বার্সা প্রথম লেগে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সাথে রাফিনহা ও লামিল ইয়ামালের লক্ষভেদে ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। হানসি ফ্লিকের দলের আক্রমণাত্মক শক্তির সামনে নিকো কোভাচের শিষ্যদের বড্ড অসহায় লেগেছিল। তবে ঘরের মাঠ সিগনাল ইডুনা পার্কে নামার আগে বেশ আত্মবিশ্বাসী শুনাচ্ছে ডর্টমুন্ড ম্যানেজারকে।

আরো পড়ুন:

‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড

রাতে মুখোমুখি বরুশিয়া-পিএসজি

কোভাচ বলেন, “মিরাকল তো সব সময়ই হয়। আমরা লিভারপুলের সেই ম্যাচটা মনে করতে পারি। ৩-০ গোলে হেরে ফিরতি লেগে ৪-০ গোলে জিতে ফাইনালে গিয়েছিল দলটা।” কোভাচের কথায় স্পষ্ট, ডর্টমুন্ড ‘লিভারপুল’ হতে চায়। প্রতিপক্ষও সেই বার্সেলোনা।

তবে কোভাচ জানেন, অতীত দিয়ে বর্তমানকে বিচার করা চলে না, “ওটা ছিল তখন, আর এখন ২০২৪-২৫। আমরা জানি, প্রথম লেগে আমরা ভালো খেলিনি। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”

সেই কাজটা কঠিন। কারণ বার্সেলোনা ২০২৫ সালে এখনো কোনো ম্যাচ হারেনি। বড়দিনের আগের রাতে সবশেষ হারার পর হানসি ফ্লিকের দল ২৪ ম্যাচে অপরাজিত। কোভাচ জানালেন, “আমরা কালকে ভিন্ন একটা দল হতে চাই, আমরা জিততে চাই। কত গোলে জিতব, সেটা এখন বলা কঠিন।”

বার্সেলোনা এই সপ্তাহে লেগানেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে তারা লা লিগার শীর্ষে অবস্থান করছে। সেমি-ফাইনালে তাদের জায়গা নিশ্চিত হলে তারা বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলানের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে। অন্যদিকে ডর্টমুন্ড বার্সেলোনায় হতাশাজনক হারের পর সপ্তাহের শুরুতে ‘ডার ক্লাসিকারে’ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। এই ফল সামনের মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার আশা কিছুটা বাঁচিয়ে রেখেছে।

ডর্টমুন্ড শেষ পাঁচ দেখায় বার্সেলোনার বিপক্ষে জিত তে পারেনি। ইউলো সামুরাইরা ড্র করেছে ২টি ম্যাচ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ