দোহার উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর কানন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল ওই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে নেয়।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের ডাকাত দল অস্ত্রসহ বাড়িতে হানা দেয়। তারা গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

বাড়ির মালিক কানন গাজী বলেন, ‘প্রথমে তারা আমার হাত–পা বেঁধে ফেলে। পরে নারীদের ভয় দেখিয়ে আলমারির চাবি নেয়। বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণের জন্য রাখা সাড়ে পাঁচ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।’

এর আগে গত সোমবার গভীর রাতে দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টায় দুটি ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘সারা রাতই পুলিশ টহলে থাকে। আমরা সংঘবদ্ধ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ