চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যান) চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা  ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও ভ্যানের যাত্রী মোহাম্মদ জমা গ্রামের বাসিন্দা কৃষক সরোয়ার হোসেন (৭৫)। 

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শুক্রবার) সকালে মোহাম্মদ জমা গ্রাম থেকে কৃষক সরোয়ার হোসেন ভ্যানে চড়ে পার্শ্ববর্তী সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। ভ্যানটি নয়মাইল নামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ অভিমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে । 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন:

নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান

আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২ 

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • অকার্যকর ডেমু ট্রেন কেনায় রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা
  • কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২