পাকিস্তানের কাছেও হেরে বিশ্বকাপের খেলার অপেক্ষা বাড়িয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নিগার সুলতানার দল ওয়ানডে বিশ্বকাপে টিকিট হাতে পাবে কি না সেটি জানতে আর খু্ব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১০ম কিংবা ১১তম ওভার শেষেই টিকিট ‘কনফার্ম’ করে ফেলতে পারেন নিগার সুলতানারা। নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে যে ১০ কিংবা ১১ ওভারেই।

বাংলাদেশকে টপকে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে যেতে আজ থাইল্যান্ডকে শুধু হারালেই চলবে না ওয়েস্ট ইন্ডিজের, টপকে যেতে হবে নেট রান রেটেই। থাইল্যান্ডের ইনিংস শেষে ঠিক কত ওভারে জিততে হবে সেটিই জেনে গেছে ক্যারিবীয় মেয়েরা। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল –০.

২৮৩।

নেট রান রেটের হিসাব মেলানোর সহজ উপায় হিসেবেই আজ টসে জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থাই মেয়েদের ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট করে দেয় দলটি। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে ১৬৭ রান করতে পারে তবে নেট রান রেটে বাংলাদেশকে টপকে যাবে, চলে যাবে বিশ্বকাপেও।

তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে যেতে তবে হিসাবটা একটু অন্যরকম হবে। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলবে ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলবে।

ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের কাছেও হেরে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়ায় বাংলাদেশের মেয়েরা। আজ পাকিস্তানের কাছে হারার পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ