মাত্র তিন বছর বয়সে সৌদি আরবপ্রবাসী বাবার পাঠানো একটি ক্যামেরার সঙ্গে প্রথম পরিচয় তানজিলের। তখন অন্যের তোলা ছবি শোভা পেত ঘরের দেয়ালে। এখন তাঁর তোলা ছবি শুধুই নিজের নয়, ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের দেয়ালে, মনের গহীনে। ইঞ্জিনিয়ার আব্দুল মামুনের পুত্র তানজিল ইসলাম মিতুল। জন্মস্থান শরীয়তপুর হলেও শৈশব, কৈশোর ও সৃষ্টিশীলতা গড়ে উঠেছে রাজধানী ঢাকায়। নগরজীবনের বৈচিত্র্য ও প্রযুক্তির ছোঁয়া তাঁর চিন্তাশক্তিকে শানিত করেছে নতুনভাবে। ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা পড়ার সময় ‘ফটোগ্রাফি অ্যান্ড আর্টস’ কোর্সটি ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। সেখান থেকে শুরু হয় প্রফেশনাল ফটোগ্রাফি ও ফিল্ম মেকিং-এর যাত্রা। ২০২১ সালে কভিডের সময় ফিল্ম মেকিংয়ের প্রতি গভীর আকর্ষণ জন্মালেও তখন ছিল না উপযুক্ত ডিভাইস বা সুযোগ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ড্যাফোডিল আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজের প্রথম শর্ট ফিল্ম ‘জড়তা’ নির্মাণ করেন তিনি, যা শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে। শুধু সৃজনশীল কাজ নয়, তানজিল তাঁর প্রতিষ্ঠিত ক্লিক এন ক্রিয়েশন স্টুডিওর মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বর্তমানে ক্লিক এন ক্রিয়েশন স্টুডিও থেকে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট-এর মতো সেবা প্রদান করছি, যাতে সমাজ এবং অর্থনীতি আরও এগিয়ে যায়। পাশাপাশি বেকার ও পিছিয়ে পড়া মানুষদের আমরা নামমাত্র মূল্যে এসব বিষয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি।’ সামাজিক সংগঠক হিসেবেও সক্রিয় এই তরুণ যুক্ত আছেন ‘লাইভ সার্ভ বাংলাদেশ’, ‘আর্টিস্ট ১০১’সহ দেশি-বিদেশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। u

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ