কিছু নামধারী ছাত্র সমাজকে কলুষিত করতে চায় এবং যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের হায়দারাবাদ সামসুল হক কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নতুন রাজনৈতিক দল এনসিপির উদ্দেশে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই তাদের মঞ্চে জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। ছাত্ররা আমাদের তাজ, কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়।’
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কায়কোবাদ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ড.

ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়। কিন্তু যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল। আজ ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা জোট বেঁধেছে। মনে রাখবেন যাকে আল্লাহ বাঁচান, তাকে কেউ রুখতে পারে না।’
নিজেকে মুরাদনগরের মানুষের ‘কামলা’ উল্লেখ করে কায়কোবাদ বলেন, ‘আমি আপনাদের কামলা, নেতা নই। ১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ-পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আসুন, আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় শহীদদের জন্য সুরা ফাতিহা পাঠ করি। কারণ, তাঁদের জন্য আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।’
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, মেজর (অব.) শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন প্রমুখ।

একই সময়ে জনসভা করেছে এনসিপি
বিএনপির জনসভাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার পীর কাশিমপুর হাইস্কুল মাঠে আজ একই সময় জনসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা শাখা এনসিপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেনের (আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক)। তবে জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত সভায় যোগ দেননি তিনি।
এনসিপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার। তিনি বলেন, ‘পর্যাপ্ত সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। যেসব দাবিতে ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, সেসব দাবি বাস্তবায়ন করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত এবং মৌলিক সংস্কার নিশ্চিত করতে করা ছাড়া কোনো নির্বাচন কাম্য নয়।’
গোলাম কিবরিয়া সরকার বলেন, ‘যারা সংস্কারবিহীন নির্বাচন দাবি করছে, তারা জনগণের কল্যাণ চায় না। একটি রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অতীতেও দেশের মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে। আমরা বলতে চাই, দেশের মানুষকে আর কোনো ফ্যাসিবাদের কাছে জিম্মি করা যাবে না। যারা ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্ন দেখছে, তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। ইতিমধ্যে মানুষ তাদের কর্মকাণ্ড দেখে বিচলিত হয়ে গেছে। তাই আগামীর প্রত্যাশা পূরণে দেশ ও জাতির কল্যাণে এনসিপির হাতকে শক্তিশালী করতে হবে।’
বাঙ্গরা বাজার থানা এনসিপির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এম এ জাহের মুন্সি, মুরাদনগর উপজেলা এনসিপির সভাপতি মো. মিনহাজুল হক, সাধারণ সম্পাদক মো. এনামুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র দনগর উপজ ল র উপজ ল ব এনপ র এনস প র জনসভ য় আম দ র ত করত সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক

সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহিদনগর বায়তুল জান্নাত জামেমসজিদ (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল এর পক্ষে শহিদনগর এলাকাবাসী এক উঠান বৈঠকের আয়োজন করে। 

গোগনগর সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদুল ইসলাম'র সঞ্চালনায় ও শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদের সহ- সভাপতি সুলতান আহমদ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ–৫ থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যদি বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে শুধু শহীদনগর নয় পুরো নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে যাবে, পরিবর্তন হবে নারায়ণগঞ্জে। আমাদের যে প্রত্যাশা, যে চাহিদা তা ছিনিয়ে নিয়ে আসবো।

দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমি কাজ করবো। মিলেমিশে কাজ করার চেষ্টা করবো। আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন।

তার সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ হল জিয়া ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট কে এম মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মো. কবির হোসেন, মো. হৃদয়, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, সুলতান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহীদ নগর এলাকা সব সময়ই বিএনপির ঘাঁটি। এখানে সব সময়ই ধানের শীষ প্রতীক জয়লাভ করে থাকে। আমরা বাবুল ভাইয়ের পক্ষে থেকে সবসময় ধানের শীষের পক্ষে কাজ করে যাব।

সম্পর্কিত নিবন্ধ

  • শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক