যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে আহ্বায়ক এবং পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে।

আরো পড়ুন:

যবিপ্রবির বাসের চুরি করা তেল বিক্রি হয় ৯০ টাকা দরে

তেল ও চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পরিবহন প্রশাসক ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো.

রবিউল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান ।

এ কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ বাস থেকে প্রায় ৬১ লিটার চুরি করা ডিজেল জব্দ করেন। বাসের চালক ও হেলপার তেল চুরির এ ঘটনার স্বীকারোক্তি দেন।

অভিযুক্তরা জানান, প্রায় ১২ বছর ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ড্রাইভাররা এ চুরিতে জড়িত। চুরি করা তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করেন তারা।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ