মুগদা হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, ৩০ দালাল আটক
Published: 24th, April 2025 GMT
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় পুলিশ-সেনাবাহিনীর যৌথ এ অভিযান চালানো হয়। অভিযান চলে দুপুর পর্যন্ত।
এ সময় অনেকে দালাল পালিয়ে গেলেও বেশ কিছু দালালকে যৌথ বাহিনী আটক করে। এসব দালালরা হাসপাতালে আগত রোগী এবং স্বজনদের হয়রানির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করছিল।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, অভিযানে ৩০ জনের মতো দালাল আটক হয়েছে। এরপর থেকে ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। শেষ হলে নিশ্চিত করে বলা যাবে কতজনকে সাজা কিংবা জরিমানা করা হয়েছে।
ঢাকা/এমআর/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..