দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে পথচারী এক বৃদ্ধের ওপর। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ওই পথচারী। আহত হন মোটরসাইকেলের চালক। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আবুল কাশেম। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া এলাকার মৃত এবাদুর রহমানের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রামু শর্মা বলেন, হাদি ফকিরহাট বাজারে আবুল কাশেমের কিছু ভাড়া দোকান রয়েছে। সেগুলোর তদারকি করতে প্রায় সময় তিনি বাজারে যেতেন। শুক্রবার সকালেও দোকান তদারকি শেষে বাজার থেকে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল তাঁর গায়ের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। তবে বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন। জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মামুন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।

এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”

এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

ঢাকা/অমরেশ/এস

সম্পর্কিত নিবন্ধ