রয়টার্স ও বিবিসি

জীবদ্দশায় ভ্যাটিক্যান সিটির প্রথার বাইরে অনেক কাজ করেছেন পোপ ফ্রান্সিস। নিজের সমাধির বিষয়েও প্রথাবিরোধী রয়ে গেলেন আলোচিত এই পোপ। তাঁর ইচ্ছা অনুযায়ী, ১০০ বছরের বেশি সময় পর ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। গতকাল শনিবার ইতালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় শেষশয্যা হলো তাঁর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাসহ প্রায় চার লাখ মানুষ অংশ নিয়েছেন।

গতকাল রোমের স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় বেলা দুইটা) দিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে ফ্রান্সিসের কফিন আনা হয়। এর মধ্য দিয়ে পোপের বিদায়ের ৯ দিনের শোককাল শুরু হলো, যা ‘নভেমডায়েলস’ নামে পরিচিত। বাকি ৮ দিন সকালে ফ্রান্সিসের স্মরণে একটি করে সভা অনুষ্ঠিত হবে।

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তিনি গত শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ট্রাম্পসহ বিদেশি অতিথিদের অনেকে গতকালই রোম ত্যাগ করেছেন।

পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। পরদিন একটি উন্মুক্ত কফিনে পোপের মরদেহ ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে রাখা হয়। বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হয়। গতকাল সিটির সেন্ট পিটার্স চত্বরে নেওয়ার আগপর্যন্ত তাঁর মরদেহ সেখানে ছিল।

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে আনা হচ্ছে পোপ ফ্রান্সিসের মরদেহের কফিন। তখন দাঁড়িয়ে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিট মাখোঁসহ অন্য অতিথিরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ত য ষ ট ক র য় র মরদ হ গতক ল

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ