বুড়িগঙ্গা নদীর পাড় থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার
Published: 28th, April 2025 GMT
ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের দুটি হাত ও দুটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা-পুলিশ। উদ্ধার করা এসব অংশ সম্প্রতি কেরানীগঞ্জে পাওয়া অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত মরদেহের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা সেতু) উত্তর পাশে আরসিন গেট এলাকার নদীতীর থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের টুকরাগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার মাকসুদা গার্ডেন সিটির সামনের সড়ক থেকে এক নারীর মাথা, পা ও হাতবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুড়িগঙ্গার পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে আমরা তাৎক্ষণিকভাবে মরদেহের টুকরাগুলো উদ্ধার করে মর্গে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া হাত-পা কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া নারীর দেহের অংশ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে