১১ দিনেও সামিয়ার মৃত্যুরহস্য অজানা, ১০ দিন পর হত্যা মামলা
Published: 28th, April 2025 GMT
কুমিল্লার লাকসামে মাদ্রাসাছাত্রী সামিয়া আক্তারের মৃত্যু রহস্য ১১ দিনেও জানতে পারেনি পুলিশ। ঘটনার ১০ দিন পর গত রোববার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, সে ছাদ লাফিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সামিয়ার মৃত্যুর খবর পেয়ে গত শনিবার প্রবাস থেকে দেশে ফিরেছেন বাবা। সোমবার মৃত্যুর রহস্য উদঘাটনসহ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে পরিবার। লাকসাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর মা শারমিন বেগম পিবিআইয়ের মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।
নাঙ্গলকোট উপজেলার নাওগোদা গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (১৩)। সে লাকসাম পৌর এলাকার ইকরা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির আবাসিক ছাত্রী ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ এপ্রিল মাদ্রাসার পাশের রাস্তায় আহত অবস্থায় তাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির মালিকানাধীন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থা গুরুতর দেখে শিক্ষক খলিলুর রহমান ও মা শারমিন আক্তারসহ সামিয়াকে ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে পরদিন সে মারা যায়। কর্তৃপক্ষ বলছে, সে মাদ্রাসার পঞ্চম তলার একটি কক্ষে থাকত। ঘটনার দিন রাতে গোসলখানার জানালার গ্রিলের ফাঁক দিয়ে লাফিয়ে রাস্তায় পড়ে আহত হয়। পথচারীরা দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
শারমিন আক্তার বলেন, ‘আমার মেয়ে মেধাবী ছাত্রী ছিল। তাকে অজ্ঞাত কোনো ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করবে কেন? যে জানালার গ্রিল দিয়ে লাফিয়ে পড়ে আহত হওয়ার কথা বলা হচ্ছে, সেখানকার সরু ফাঁকা স্থান দিয়ে মাথা-শরীর বের হওয়ার কথা নয়।’
শারমিন আক্তার আরও বলেন, ‘মেয়েকে মৃত ঘোষণার পর মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান কৌশলে পালিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় আনার পর জানাজায়ও মাদ্রাসার কেউ অংশ নেননি করেনি, খোঁজখবর নেননি। মাদ্রাসার মুহতামিমসহ অন্যরা পলাতক রয়েছে। পুলিশ ঘটনার পর হত্যা মামলা না নিয়ে নিয়েছে অপমৃত্যুর মামলা। ১০ দিন পর রোববার হত্যা মামলা নিয়েছে।’
নিজাম উদ্দিন শনিবার দেশে ফিরে হত্যারহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। মাদ্রাসার মুহতামিম জামাল উদ্দিন পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সেলিম মাহমুদ বলেন, ‘ওই ছাত্রী আত্মহত্যার উদ্দেশ্যে পঞ্চম তলার জানালার গ্রিল দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়। পরে চিকিৎসাধীন মারা যায়। এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো দায় নেই।’
লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা বলেন, এ ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হলেও ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছে পুলিশ। মৃত্যুর রহস্য বের করার চেষ্টা চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব