বন্দরে রনি হত্যা মামলার আসামি সুমনকে আদালতে প্রেরণ
Published: 29th, April 2025 GMT
বন্দরে রনি হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সুমন (৪০)কে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলার সদর থানার নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে , গত ৬ এপ্রিল বিকেলে বন্দর থানার সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে রনী নামে এক যুবককে নৃশংস ভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে সোমবার (৭ এপ্রিল) ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বন্দরের সেনপাড়া এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে মাসুদ প্রকাশ ডেনি মাসুদ ও তার ভাই সুমন, মাহবুব, তার ছেলে রাসেল, একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুল সাত্তার খন্দকার মৃত মোহাম্মদ আলীর ছেলে বশির এলাহী ও নেতা সেলিমের নাম উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..