ব্র্যাক ব্যাংকের পর দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে ১ হাজার ১৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৩৭৬ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

সিটি ব্যাংকের আজ মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সভায় গত বছরের জন্য লভ্যাংশেরও ঘোষণা দেওয়া হয়। ব্যাংকটি গত বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে ব্যাংকটির মুনাফা ও লভ্যাংশের এই তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছর শেষে সিটি ব্যাংকের একক মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ কোটি টাকা। তবে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানের লোকসানের কারণে বছর শেষে সমন্বিত মুনাফা কমে ১ হাজার ১৪ কোটি টাকায় নেমেছে। সহযোগী প্রতিষ্ঠানের লোকসানের পরও সিটি ব্যাংকের মুনাফা প্রথমবারের মতো হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক খাতে এখন পর্যন্ত এটিই দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা। এর আগে গত সোমবার ব্র্যাক ব্যাংক গত বছর শেষে রেকর্ড ১ হাজার ৪৩২ কোটি টাকার সমন্বিত মুনাফার ঘোষণা দেয়। ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংকই প্রথম ব্যাংক হিসেবে হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ব্র্যাক ব্যাংকের সেই ঘোষণার পরদিনই দ্বিতীয় ব্যাংক হিসেবে সিটি ব্যাংক মুনাফায় হাজার কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে যাওয়ার তথ্য জানায়।

ব্র্যাক ও সিটি ব্যাংক দুটিই বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এই দুটি ব্যাংকই শেয়ারবাজারে তালিকাভুক্ত। তালিকাভুক্তির শর্ত অনুযায়ী, গত বছর শেষে মুনাফার এই তথ্য প্রকাশ করেছে। সেই সঙ্গে লভ্যাংশেরও ঘোষণা দেওয়া হয়।

সমন্বিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক গত বছর ঋণের সুদ বাবদ আয় করেছে ৪ হাজার ৫২৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সুদ বাবদ আয় ছিল ৩ হাজার ৪০৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ঋণের সুদ বাবদ আয় ১ হাজার ১১৮ কোটি টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে। ঋণের সুদ আয় বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ বাবদ ব্যয়ও বেড়েছে ব্যাংকটির। সে ক্ষেত্রে ঋণের সুদ বাবদ আয়ের চেয়ে আমানতের সুদ বাবদ ব্যয় বেড়েছে বেশি। গত বছর সিটি ব্যাংক আমানতের সুদ বাবদ খরচ করেছে ৩ হাজার ৫৬ কোটি টাকা। ২০২৩ সালে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৯৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানতের সুদ ব্যয় বেড়েছে ১ হাজার ২৫৭ কোটি টাকা বা ৭০ শতাংশ।

আমানতের সুদ ব্যয় বৃদ্ধির পরও ব্যাংকটি রেকর্ড মুনাফা করেছে। কারণ, ব্যাংকটির বিনিয়োগ থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত বছর শেষে সরকারি ট্রেজারি বিল বন্ডসহ অন্যান্য খাতের বিনিয়োগ থেকে সিটি ব্যাংক আয় করেছে ১ হাজার ৬৯১ কোটি টাকা। ২০২৩ সালে যার পরিমাণ ছিল ৪৯১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাত থেকে সিটি ব্যাংকের আয় ১ হাজার ২০০ কোটি টাকা বা প্রায় ২৫০ শতাংশ বেড়েছে। এ ছাড়া কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ মাশুল বাবদ আয়ও ১০০ কোটি টাকার বেশি বেড়েছে। গত বছর এই খাত থেকে সিটি ব্যাংক আয় করেছে ৮৬৯ কোটি টাকা। ২০২৩ সালে যার পরিমাণ ছিল ৭৩৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাত থেকে ব্যাংকটির আয় ১৩৬ কোটি টাকা বেড়েছে। যার ফলে বছর শেষে হাজার কোটি টাকা মুনাফা ছাড়িয়েছে ব্যাংকটির।

সিটি ব্যাংক সূত্রে জানা যায়, গত বছর ব্যাংকটির আমানত বেড়েছে ১২ হাজার ১৭৭ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি। একইভাবে ঋণ বেড়েছে ৪ হাজার ৮৩১ কোটি টাকা বা ১২ শতাংশ। গত বছর সিটি ব্যাংক সরকারি বিল-বন্ডসহ বিভিন্ন মেয়াদি সিকিউরিটিজে ১২ হাজার ৪৮৮ কোটি টাকা বিনিয়োগ করেছে, যা আগের বছরের চেয়ে দ্বিগুণের বেশি। ২০২৩ সালে সরকারি বিভিন্ন সিকিউরিটিজে সিটি ব্যাংকের বিনিয়োগ ছিল ৬ হাজার ১৫০ কোটি টাকা।

রেকর্ড মুনাফার বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘মানুষ আমাদের ওপর আস্থা রেখে আমানত রেখেছে। গত বছর আমাদের আয়-ব্যয়ের অনুপাত ৬০ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে। ফলে মুনাফায় বড় উল্লম্ফন ঘটেছে। আমরা কর্মীদের বেতন বাবদ ৩০০ কোটি টাকা ব্যয় বাড়িয়েছি, যা কর্মীদের উৎসাহিত করেছে। আমাদের পরিচালনা পর্ষদ সৎ ও মেধাবী। এ ছাড়া আমাদের ব্যাংকের সুশাসন ঈর্ষণীয় পর্যায়ের। এসব কারণে গত বছর শেষে আমরা হাজার কোটি টাকার বেশি রেকর্ড মুনাফা করতে পেরেছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন ব ত ম ন ফ র পর ম ণ ছ ল গত বছর শ ষ ২০২৩ স ল ঋণ র স দ র কর ড আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে