বিস্ফোরণে দগ্ধ এক বোনের মৃত্যু, সংকটাপন্ন আরেকজন
Published: 30th, April 2025 GMT
নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণের পৃথক ঘটনায় এক নারী নিহত, দুইজন দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এদিকে ইপিজেডে দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়রা কারখানা মালিকপক্ষের অবহেলায় শাস্তির দাবিতে এক ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার অভাবের সংসারে দারিদ্র্য ঘোচাতে নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ নিয়েছিলেন দুই বোন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য দুই বোন ভোরে উঠে গ্যাসের চুলায় রান্না বসান। এ সময় গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন তারা। প্রতিবেশীরা বাসার দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক বোন সুইটি। আরেক বোন তাসকিনার আক্তারের অবস্থা আশঙ্কাজনক।
বেলা সোয়া ১১টার দিকে উত্তরা ইপিজেডের সনিক কারখানায় ইজেকশন মেশিন বিস্ফোরণে আরও দুই শ্রমিক দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন লিটন চন্দ্র রায় ও গজেন্দ্রনাথ রায়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। তারা ঘটনার সময় ওই মেশিনে কাজ করছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে