নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণের পৃথক ঘটনায় এক নারী নিহত, দুইজন দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এদিকে ইপিজেডে দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়রা কারখানা মালিকপক্ষের অবহেলায় শাস্তির দাবিতে এক ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন। 

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার অভাবের সংসারে দারিদ্র্য ঘোচাতে নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ নিয়েছিলেন দুই বোন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য‍ দুই বোন ভোরে উঠে গ্যাসের চুলায় রান্না বসান। এ সময় গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন তারা। প্রতিবেশীরা বাসার দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক বোন সুইটি। আরেক বোন তাসকিনার আক্তারের অবস্থা আশঙ্কাজনক। 

বেলা সোয়া ১১টার দিকে উত্তরা ইপিজেডের সনিক কারখানায় ইজেকশন মেশিন বিস্ফোরণে আরও দুই শ্রমিক দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন লিটন চন্দ্র রায় ও গজেন্দ্রনাথ রায়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। তারা ঘটনার সময় ওই মেশিনে কাজ করছিলেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা.

মো. শাহীন শাহ বলেন, ‘দুই বোনের শরীর শতভাগ পুড়ে গেছে। সুইটি নামে একজন মারা গেছেন। অন্যজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁকে ঢাকায় পাঠানোর চেষ্টা করছি না। আমাদের চিকিৎসাসেবা অব্যাহত আছে।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ