বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র দুই ধাপ দূরে আছেন শমিত সোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। আজ পেলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সে ক্ষেত্রে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার জন্য আর দুটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করলেই হবে।

সেই দুটির একটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আরেকটি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। দু–এক দিনের মধ্যে কানাডায় বাংলাদেশি হাইকমিশনে যাবেন শমিত। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করবেন তিনি। এরপর জরুরি ভিত্তিতে এক দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচটিতেই হামজা চৌধুরীর পাশাপাশি শমিতকেও দেখা যেতে পারে। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর খেলা না–খেলার বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফিফার ওপর। যত দ্রুত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দেবে, তত দ্রুত বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে পারবেন শমিত।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন শমিত সোম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ