বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র দুই ধাপ দূরে আছেন শমিত সোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। আজ পেলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সে ক্ষেত্রে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার জন্য আর দুটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করলেই হবে।

সেই দুটির একটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আরেকটি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। দু–এক দিনের মধ্যে কানাডায় বাংলাদেশি হাইকমিশনে যাবেন শমিত। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করবেন তিনি। এরপর জরুরি ভিত্তিতে এক দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচটিতেই হামজা চৌধুরীর পাশাপাশি শমিতকেও দেখা যেতে পারে। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর খেলা না–খেলার বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফিফার ওপর। যত দ্রুত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দেবে, তত দ্রুত বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে পারবেন শমিত।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন শমিত সোম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ