সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না: চরমোনাই পীর
Published: 3rd, May 2025 GMT
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। তাই স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন।
পটুয়াখালী শহরের চৌরাস্তা পয়েন্টে শনিবার বিকেলে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জেলা ইসলামী শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের পরে শুধু একটি শব্দ শুনি নির্বাচন-নির্বাচন। আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন কেন? আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন? দলীয় লোকজন, নেতাকর্মী ও সমর্থকদের এখনই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন, তা আমাদের জানা আছে। এ জন্যই আগে সংস্কার প্রয়োজন, নির্বাচন পরে। অর্থাৎ স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট-খুনি ৫ আগস্ট যে পালালো, তারা তো পাঁচ বছরের জন্য শক্তভাবেই বসেছিল। তখন আপনারা কি করতেন? হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়, রক্তের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। অথচ একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই আখের গোছানো শুরু করে দিয়েছে। আমরা দেখছি, একশ্রেণীর নরপশুরা চাঁদাবাজি-টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট ও স্টেশন দখলে লিপ্ত। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে।’
জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আনছার উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিবুল্লাহ সরকার। জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমাদ সিরাজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুহা.
উৎস: Samakal
কীওয়ার্ড: চরম ন ই প র ম হ ম মদ ইসল ম আপন র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ