সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না: চরমোনাই পীর
Published: 3rd, May 2025 GMT
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। তাই স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন।
পটুয়াখালী শহরের চৌরাস্তা পয়েন্টে শনিবার বিকেলে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জেলা ইসলামী শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের পরে শুধু একটি শব্দ শুনি নির্বাচন-নির্বাচন। আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন কেন? আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন? দলীয় লোকজন, নেতাকর্মী ও সমর্থকদের এখনই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন, তা আমাদের জানা আছে। এ জন্যই আগে সংস্কার প্রয়োজন, নির্বাচন পরে। অর্থাৎ স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট-খুনি ৫ আগস্ট যে পালালো, তারা তো পাঁচ বছরের জন্য শক্তভাবেই বসেছিল। তখন আপনারা কি করতেন? হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়, রক্তের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। অথচ একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই আখের গোছানো শুরু করে দিয়েছে। আমরা দেখছি, একশ্রেণীর নরপশুরা চাঁদাবাজি-টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট ও স্টেশন দখলে লিপ্ত। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে।’
জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আনছার উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিবুল্লাহ সরকার। জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমাদ সিরাজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুহা.
উৎস: Samakal
কীওয়ার্ড: চরম ন ই প র ম হ ম মদ ইসল ম আপন র
এছাড়াও পড়ুন:
আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
ঢাকার মেরাদিয়ার পর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট এই আদেশ দেন। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
রবিবার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।
আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, “গত ২১ এপ্রিলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ হাইকোর্টে এ বিষয়ে রুল বিচারাধীন।”
এর আগে গত ২৯ এপ্রিল ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীসংলগ্ন মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ঢাকা/এম/ইভা